আইসিসি এমসিসি প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি ইউএপি

আইসিসি এমসিসি প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি ইউএপি -৭-১৩ জুন, 2020

নেদারল্যান্ডের হেগ’এ ২০২০ সালের ৭-১৩ জুন অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক অপরাধ আদালত মুটকোর্ট প্রতিযোগিতা (আইসিসি এমসিসি)। এই প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে টিম ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি)।

সম্প্রতি হয়ে যাওয়া আইসিসি এমসিসি এর জাতীয় ও আঞ্চলিক রাউন্ডে অংশগ্রহন করে ইউএপি। সেখানে বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক রাউন্ডে নিজেদের প্রতিনিধিত্ব করার সক্ষমতা অর্জন করে টিম ইউএপি।

ইউএপি বাংলাদেশ দলে রয়েছেন ফারান এমডি আরাফ, শেখ নোমান পারভেজ, অনামিকা হক এবং সাদিয়া আমরিন। তারা চারজনই ইউনেস্কো-মদনজিত সিং সেন্টার অব এক্সিলেন্স এবং সাউথ এশিয়ান ফাউন্ডেসন কর্তৃক মর্যাদাপূর্ণ স্কলারশিপ প্রাপ্ত এবং বিশ্ববিদ্যালয়ের “ল এন্ড হিউম্যান রাইটস ডিপার্টমেন্ট”এ ইউএমসেইলস-মাস্টার্স অব ল’ প্রোগ্রামে অধ্যয়নরত। প্রসঙ্গত আন্তর্জাতিক অপরাধ আদালত মুটকোর্ট প্রতিযোগিতা ২০২০-এর এবারের প্রতিযোগিতার বিষয় সামাজিক মাধ্যমকে প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করার মাধ্যমে জাতিগত গণহত্যা সংঘটন এবং এই অপরাধের বিচারিক ট্রায়াল।

মহান স্বাধীনতা দিবস-২০২৩ উপলক্ষ্যে ছাত্র-কল্যাণ অধিদপ্তর(DSW) ও UAP Cultural Club কর্তৃক আয়োজিত আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতায় ১ম স্থান ও ২য় স্থান অর্জন করা Jeba Fariha

Admission for LLB (Honours), LLM (General) & Master of Human Rights Programs, Spring-2023 are going on.